অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

16th December 2020 5:01 pm কলকাতা
অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : টানাপোড়েন এ ইতি ! বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজ‍্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । বিধানসভায় গিয়ে তিনি যেমন ইস্তফা দিয়েছেন তেমনি ইমেল মারফৎ ও অধ‍্যক্ষের কাছে পদত‍্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন । মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নভেম্বরে । তারপর বেশ কিছুটা সময় রাজ‍্য রাজনীতি তোলপাড় হয়েছে তার অবস্থান নিয়ে । মুখে সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আর থাকছেন না তৃণমূলে । অবশেষে বিধায়ক পদ থেকে পদত‍্যাগ করলেন নন্দীগ্ৰাম এর তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী । আরো কারা এবার তার সাথে যোগ দেন তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।